পাবনায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ
পাবনা সংবাদদাতা : ১৮ দলের ডাকা টানা ৮৪ ঘন্টা হরতালের প্রথমদিন রবিবার সকালে পাবনায় মহাসড়ক অবরোধ করেছে হরতাল সমর্থকরা।
হরতালের শুরুতে সকাল ৬টা থেকে পাবনা-নগরবাড়ী ও ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ও ইট ফেলে অবরোধ করে রেখেছে ১৮ দলের নেতাকর্মীরা। এছাড়া কিছু স্থানে সড়কে আগুন দিয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ করে হরতালকারীরা।
এদিকে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে আটকের প্রতিবাদে জেলায় চলছে পাবনা মটর শ্রমিক ও ট্রাকচালক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।
সকাল থেকে সব রুটে রিকশা-ভ্যান ছাড়া সব ধরনের ভারী যান চলাচল বন্ধ রয়েছে। দোকানপাটও বন্ধ রয়েছে।
পুলিশ সুপার মিরাজ উদ্দিন জানান, নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। টহল দিচ্ছে র্যাব। সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
(দিরোর্ট২৪/ওএস/জেএম/নভেম্বর ১০, ২০১৩)