দ্য রিপোর্টডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খান মনে করেন, বলিউডে শুধু পাঁচজন তারকা রয়েছেন। এই তালিকায় রয়েছেন শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার ও অজয় দেবগণ। আর পঞ্চমস্থানে রয়েছেন তিনি নিজেই।

ফিল্ম ফেয়ারের সঙ্গে কথা বলতে গিয়ে সলমান বলেন, ‘স্টারডম ধীরে ধীরে মিলিয়ে যায়। দীর্ঘদিন এটি ধরে রাখা সত্যিই খুব কঠিন কাজ। আমার মনে হয় শাহরুখ, আমির, অক্ষয়, অজয়... আমরা পাঁচজনই এটা দীর্ঘ দিন ধরে রাখতে পেরেছি। আমরা চেষ্টা করছি আরও কয়েক বছর এটা ধরে রাখার।’

সালমান খান বর্তমানে ব্যস্ত ‘দাবং থ্রি’ ছবির শুটিং নিয়ে। প্রভুদেবার পরিচালনায় এই ছবিতে সোনাক্ষী সিনহা, ডিম্পল কাপাডিয়া, আরবাজ খান ও সুদীপকে দেখা যাবে।

একই সঙ্গে সঞ্জয় লীলা বানশালীর ‘ইনশাল্লাহ’ ছবিতেও কাজ করবেন সালমান। ছবিতে তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় নায়িকা আলিয়া ভাট।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১,২০১৯)