সাভার প্রতিনিধি : ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় যাত্রীবাহী একটি ট্যাক্সি ক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে; তবে দায়িত্বশীল কর্তৃপক্ষ এখনও বিষয়টি নিশ্চিত হতে পারেনি।

রোববার রাত সাড়ে ৮টার দিকে আমিনবাজারের সালেহপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ডুবুরি দল ঘটনাস্থলে গেছে; তবে উদ্ধার তৎপরতা শুরু হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত ঢাকার ডুবুরি দলের কর্মকর্তা আনোয়ারুল হক রাত পৌনে ১০টার দিকে বলেন, একটি ট্যাক্সি ক্যাব নদীতে পড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ডুবুরি দল আসছে। উদ্ধার তৎপরতা শুরু হবে।

সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার তথ্য জানিয়েছেন। উদ্ধার তৎপরতা শুরু হবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২১,২০১৯)