১৩ ঘণ্টা পরও তুরাগে ট্যাক্সিক্যাবের সন্ধান মেলেনি
সাভার প্রতিনিধি: সাভারের আমিনবাজার সালেহপুর ব্রিজ থেকে তুরাগ নদে পড়ে যাওয়ার ১৩ ঘণ্টা পরও প্রাইভেটকারটি উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধার কাজ চালাচ্ছে। তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
ফায়ার সার্ভিস জানায়, ডুবরি দলের ৭ সদস্য কাজ করছেন। তবে এখন পর্যন্ত ট্যাক্সিক্যাব বা চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে প্রাথমিকভাবে চালক ও গাড়িটির বিস্তারিত পরিচয় পাওয়া গেছে। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের এক্সিও ২০১২ মডেলের গাড়ি ছিল এটি। চালকের নাম জিয়াউর রহমান। তার বাড়ি ফরিদপুরের বোয়ালমারিতে।
এ বিষয়ে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের উপ-পরিচালক ফজলুল হক জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে আসি। চালক জিয়াউর রহমান সাভার থেকে ঢাকায় আসছিলেন। তবে ট্যাক্সিক্যাবে যাত্রী ছিল কি-না সেটা নিশ্চিত নই।
রোববার রাত ৮টার দিকে ঢাকাগামী হলুদ রঙের একটি প্রাইভেটকার ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে যায়। ঘটনার পর তীব্র স্রোতের কারণে রাত ১টায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে কোনো সন্ধান না মেলায় রাত ৩টায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। সোমবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২২,২০১৯)