দুই সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাকে হাইকোর্টে তলব
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৫ জুলাই তাদের আদালতে হাজির হয়ে মশা নিধনে ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।
আজ (সোমবার) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এরআগে গত ১৪ জুলাই মশা নিধনে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ গ্রহণের জন্য ঢাকার দুই মেয়রকে নির্দেশ দিয়েছিলেন এই বেঞ্চ। ২২ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে নেওয়া পদক্ষেপ আদালতকে জানাতেও বলা হয়েছিল।
সে বিষয়ে শুনানির পর আজ দুই সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাকে তলব করা হলো।
(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২২,২০১৯)