হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে প্রিয়া সাহা বরখাস্ত
![](https://bangla.thereport24.com/article_images/2019/07/22/image-71830-1563807290.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে প্রিয়া সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মিথ্যা তথ্য দিয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ বরখাস্ত করার আদেশ দেয়া হয়েছে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্থায়ী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলির সদস্য ড. নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিষদের শৃঙ্খলা বিরোধী কাজের জন্য প্রিয়া সাহাকে সাময়িকভাবে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো। এটি অনতিবিলম্বে কার্যকর করা হবে।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২২,২০১৯)