গুজবের বিরুদ্ধে সচেতনতামূলক মাইকিং
চট্টগ্রাম প্রতিনিধি: ছেলেধরাসহ নানা ধরনের গুজব ঠেকাতে চট্টগ্রামে থানায় থানায় চলছে সচেতনতামূলক মাইকিং। গুজব ছড়িয়ে কারো উপর হামলা কিংবা মিথ্যা গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপের কথাও মাইকিং করে জানিয়ে দিচ্ছে পুলিশ।
মঙ্গলবার থেকেই চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের নির্দেশনায় নগরীর ১৬টি থানায় পুলিশ কর্মকর্তারা নিজেরা উপস্থিত থেকে সিএনজি অটোরিক্সা নিয়ে সচেতনতামূলক মাইকিং করছেন।
এদিকে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মাহবুবর রহমান, গুজব ছড়িয়ে কেউ আইন নিজের হাতে তুলে নিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেছেন।
চট্টগ্রামের কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন জানান, কোন ধরনের গুজবে কান না দিতে এবং আইন নিজের হাতে তুলে না নিতে সচেতনতামূলক মাইকিং শুরু করেছে কোতোয়ালী থানা।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ আলমগীর মাহমুদ জানান, গুজব রটনাকারী এবং গুজব রটিয়ে যারা আইন নিজের হাতে তুলে নিবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপের কথাও মাইকিং করে এলাকাবাসীকে জানিয়ে দেয়া হচ্ছে।
(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২
,২০১৯)