৪০তম বিসিএস প্রিলির ফল হতে পারে আজ
![](https://bangla.thereport24.com/article_images/2019/07/25/bpsc-bcs.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশ হতে পারে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
ঈদের আগেই ৪০ তম বিসিএস প্রিলিমিনিরারির ফল প্রকাশ হবে এমন কথা শোনা যাচ্ছিল বহু দিন ধরেই। পিএসসি সূত্র জানায়, ফল চূড়ান্ত। আজ পিএসসিতে একটি বিশেষ সভা ডাকা হয়েছে। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ নিয়েই এই বৈঠক। সভা শেষে বিকালে ফল প্রকাশ করা হতে পারে।
ওই সূত্র জানায়, রেওয়াজ অনুযায়ী বিসিএসের যেকোনো পরীক্ষার ফল প্রকাশের আগে এ ধরণের বৈঠক করা হয়। মূলত ফল প্রকাশের জন্যই এই সভা ডাকা হয়। তাই আজই সভা শেষে ফল প্রকাশ হতে পারে।
প্রসঙ্গত, চলতি বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪০তম বিসিএসে অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী।
এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এবার প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।
(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২৫,২০১৯)