রামপুরায় পুলিশের লাঠিচার্জ-গুলি, ওসিসহ আহত ২
![](https://bangla.thereport24.com/article_images/2019/07/25/rampuraa.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর রামপুরায় এক শ্রমিককে পিটিতে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ চলাকালে শ্রমিকদের লাঠিচার্জ করে পুলিশ। পাশাপাশি গুলিও ছোড়া হয়।
অবরোধে শ্রমিকরা একটি গার্মেন্ট ভাঙচুরের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ও তেজগাঁও বিভাগের এক সহকারী কমিশনার (এসি) আহত হন।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনিসুর রহমান বলেন, ‘সড়ক অবরোধের একপর্যায়ে শ্রমিকরা এক হয়ে ইজি গার্মেন্টে হামলার প্রস্তুতি নেয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ অ্যাকশনে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে।‘
(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২৫,২০১৯)