যুক্তরাষ্ট্রে আবারো চালু হচ্ছে মৃত্যুদণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক : ১৬ বছর পর ফের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এই দণ্ড পুনরায় চালুর নির্দেশ দিয়েছে দেশটির বিচার বিভাগ।
২০০৩ সালে যুক্তরাষ্ট্রে শেষ বার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিচার বিভাগের হিসেব অনুযায়ী, বর্তমানে দেশটির বিভিন্ন কারাগারে মোট ৬২ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন।
এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার জানিয়েছেন, তিনি কারা কর্তৃপক্ষকে পাঁচ বন্দীর মৃত্যুদণ্ড কার্যকরের জন্য নির্দেশ দিয়েছেন। এই পাঁচ জন হত্যা অথবা শিশু বা বয়স্কদের ধর্ষণের অভিযোগে দণ্ডপ্রাপ্ত। আগামি ডিসেম্বর এবং ২০২০ সালের জানুয়ারির মধ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
বার বলেছেন, ‘উভয় দলের প্রশাসনের আওতায় বিচার বিভাগ জঘন্য অপরাধীদের মৃত্যুদণ্ড চেয়েছিল।’
অধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের সময় সূচি একেবারেই কাছাকাছি রাখা হয়েছে।
আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ), ‘এতে প্রত্যেকটি মামলার সুবিচার নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে।’
সংগঠনটির সদস্য ক্যাসি বে বলেছেন, ‘মামলাগুলো বিবেচনা এবং রিভিউয়ের জন্য আমাদের সময়ের প্রয়োজন এবং এভাবে মামলাগুলো দ্রুত ও একসঙ্গে শেষ করার কোনো ভিত্তি নেই।’
(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২৬,২০১৯)