কুশলের সেঞ্চুরি, চাপ বাড়ছে বাংলাদেশের
দ্য রিপোর্ট ডেস্ক: শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল ধীরগতির। রানের চাকা সচল হতে শুরু করে প্রথম উইকেট পড়ার পর। তিনে নামা কুশল পেরেরা প্রেসাদাসার ২২ গজে নামতেই ঝড়ের বেগে আসতে থাকে রান। এ বাঁহাতি মাত্র ৮২ বলে সেঞ্চুরি পূর্ণ করে শ্রীলঙ্কাকে দেখিয়েছেন বড় সংগ্রহের পথ।
বোলারদের শাসন করে চাপ বাড়াচ্ছেন টাইগার ব্যাটসম্যানদের ওপর। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পাওয়া কুশলের ইনিংসে ১৭ চার ও এক ছয়ের মার।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বড় রান তাড়ার চ্যালেঞ্জ নিতে হবে তামিম-সৌম্যদের। ২৯ ওভারে শ্রীলঙ্কা তুলেছে ১৯০ রান। বাংলাদেশ তুলতে পেরেছে মাত্র দুটি উইকেট। প্রথমটি নিয়েছেন শফিউল ইসলাম, পরেরটি মেহেদী হাসান মিরাজ।
(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২৬,২০১৯)