সাভারে এনাম মেডিকেলে ডেঙ্গু রোগীর মৃত্যু
![](https://bangla.thereport24.com/article_images/2019/07/29/enam.jpg)
সাভার প্রতিনিধি: সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে মৃতের নাম-পরিচয় জানা যায়নি।
গত চারদিন আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ওই রোগী।
সোমবার দুপুরে তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সে অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করে ঢাকায় নেয়ার সময় হাসপাতালেই মারা যান তিনি।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি বিভাগের কর্মকর্তা নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২৯,২০১৯)