মিল্কভিটার দুধ উৎপাদনে বাধা নেই
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএসটিআইয়ের লাইসেন্সধারী ১৪ কোম্পানির সব পাস্তুরিত দুধ উৎপাদন, সংগ্রহ ও বিপণন বন্ধে হাইকোর্টের আদেশ শুধু মিল্কভিটার ক্ষেত্রে আট সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
সোমবার পাস্তুরিত দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটার আবেদনরে পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচপারতি মো. নুরুজ্জামান এ আদেশ দেন। শুধু মিল্কভিটার ক্ষেত্রে পাস্তুরিত দুধ বাজারজাত করতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২৯,২০১৯)