গাজীপুরে টায়ারে আগুন, মিছিল : আটক ১৫
গাজীপুর সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের প্রথমদিন সকালে টায়ারে আগুন, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা। এসব ঘটনায় সারা জেলায় ১৫ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকাল ৮টার দিকে টঙ্গীর কলেজগেট এলাকায় ইসলামী ছাত্রশিবির একটি ঝটিকা মিছিল করে। এর আগে ভোরে টঙ্গী-নরসিংদী সড়কের টঙ্গী এলাকায় শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুতে টায়ার জ্বালিয়ে আগুন দেয় হরতালকারীরা। সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা ও বাঘের বাজার এলাকায় বিএনপির পিকেটাররা ঢিল ছুড়ে কয়েকটি গাড়ির গ্লাস ভাংচূর করে।
সকাল ৮টার দিকে ঢাকা-নরসিংদী সড়কের গাজীপুর সদর থানার পূবাইল এলাকায় হরতালের পক্ষে মিছিল করার সময় পুলিশি ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় ঝটিকা মিছিল। এছাড়া গাজীপুর বাসস্ট্যান্ড এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হরতালের পক্ষে মিছিল বের করে। বিলাসপুর বটতলা এলাকায় পৌঁছলে মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর কিছুক্ষণ পর ওই এলাকায় কয়েকটি অটোরিকশা ভাঙচুর হয়। এসময় দু’জন মহিলা আহত হন।
এদিকে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার ৬টি থানা থেকে ১৫ জন পিকেটারকে আটক করেছে পুলিশ।
সারা জেলায় দূরপাল্লার কোন যানবাহন চলাচল করছে না। তবে ছোট ছোট যানবাহন চলাচল করছে।
(দিরিপোর্ট২৪/ওএস/জেএম/নভেম্বর ১০, ২০১৩)