বিষাক্ত গ্যাসে শিপ ব্রেকিং ইয়ার্ডের তিন শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শীতলপুর ম্যাক কর্পোরেশন শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও চার শ্রমিক।
বুধবার (৩১ জুলাই) দুপুরে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ম্যাক কর্পোরেশনের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শ্রমিকরা হলেন- নান্টু হোসেন (২৪), মোহাম্মদ রাসেল (২৫) ও ছবিদুল (২৬)।
নান্টু পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার আমজাদ বেপারির ছেলে। রাসেল একই উপজেলার গফফার মাতব্বরের ছেলে এবং ছবিদুল কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া উপজেলার আবু তাহেরের ছেলে।
আহত চারজনকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, জাহাজের ভেতরে একটি ট্যাংকার খুলতে গিয়ে সেখানে জমে থাকা বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসে আক্রান্ত হয়ে চার শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাহাজ ভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম। তারা নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি করেছেন।
(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ৩১,২০১৯)