দ্য রিপোর্ট প্রতিবেদক: সারা দেশে মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু। এ পরিস্থিতিতে সরকার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল করেছে। তবে এরই মধ্যে সপরিবারে মালয়েশিয়া সফরে গেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে।

সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ার মধ্যে স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছে সংসদীয় কমিটিও।

বুধবার সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ নিয়ে প্রশ্ন ওঠে। তবে বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো জবাব দেয়া হয়নি।

বৈঠকে থাকা একজন সংসদ সদস্য গণমাধ্যমকে বলেন, কমিটির সভাপতি আলী আশরাফ ও সদস্য মইনউদ্দীন খান বাদল দেশের এই দুর্যোগে স্বাস্থ্যমন্ত্রীর দেশের বাইরে থাকা নিয়ে উষ্মা প্রকাশ করেন। তারা জানতে চান, এ সময়ে মন্ত্রী কেন বিদেশ সফরে গেলেন?

বৈঠক শেষে কমিটির সদস্য ফখরুল ইমাম জানান, বৈঠকে দুজন সদস্য বলেছেন- এ মুহূর্তে মন্ত্রী বিদেশে থাকলে কীভাবে হবে? তবে মন্ত্রণালয় এ বিষয়ে কিছুই বলেনি।

কমিটির সদস্য মো. দবিরুল ইসলাম, মো. মুজিবুল হক, আবদুল মান্নান, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসাও বৈঠকে ছিলেন।

প্রসঙ্গত ডেঙ্গুর কারণে রাষ্ট্রীয় দুর্যোগে ব্যক্তিগত ভ্রমণে মালয়েশিয়ায় যান স্বাস্থ্যমন্ত্রী। সেখান থেকে ৪ আগস্ট দেশে ফেরার কথা। গত কয়েক দিন এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে।

মন্ত্রীর এ সফর নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে খবর রয়েছে, সে প্রসঙ্গে বুধবার কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কে দেশে কে বিদেশে তা বিষয় নয়, ডেঙ্গু মোকাবেলায় কাজ হচ্ছে কিনা সেটিই মুখ্য বিষয়। এ সময় রাষ্ট্রীয় এ দুর্যোগে স্বাস্থ্যমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে কাদের বলেন, কারও ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না।

প্রসঙ্গত মঙ্গলবার ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তার ছুটি বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ২৫ জুলাই ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত ‘ডেঙ্গু চেঞ্জিং ট্রেন্ডস অ্যান্ড ম্যানেজমেন্ট’ আপডেট শীর্ষক এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ‘বর্তমানে ডেঙ্গু (এডিস) মশা অনেক হেলদি। তাদের প্রজনন ক্ষমতাও বেশি। রোহিঙ্গাদের মতোই তাদের প্রজনন ক্ষমতা।’ তার এমন মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয়।

এবার মশাবাহিত ডেঙ্গুজ্বর ভয়ানক রূপ নিয়ে ছড়িয়ে পড়ায় সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়া হলেও স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতি অনেকের মনেই প্রশ্ন তৈরি করে।

তিনি মালয়েশিয়ায় পরিবার নিয়ে সফরে গেছেন- এ খবর চাউর হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রীর সফর নিয়ে স্পষ্ট কিছু না জানানোয় বিভ্রান্তি আরও বাড়ে।

তবে বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, আজ (বুধবার) রাতেই মালয়েশিয়া থেকে ফিরছেন মন্ত্রী মহোদয়। আজ সকাল ১০টায় তার মিটফোর্ডে ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ১,২০১৯)