দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বহনকারী শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ফ্লাইট ইউএল ১৮৯ এ যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। এ অবস্থায় বিমান আকাশে উড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারত। এ যাত্রায় বড় বাঁচা বেঁচে গেছেন খেলোয়াড়রা।

বিমানটিতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ছিলেন।

শ্রীলঙ্কা সফর শেষে আজ বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ফ্লাইট ছিল তামিম-মুশফিকদের। যথাসময়ে দলের খেলোয়াড়রা বোর্ডে উঠেছিল। কিন্তু নির্ধারিত সময়েও বিমান না ছাড়ায় সবাই উদ্বিগ্ন হয়ে ওঠেন।

সকাল ৮টার সময় পাইলট জানান বিমানের বাম উইংয়ে সমস্যা দেখা দিয়েছে। এরপর বিমান থেকে বাংলাদেশ দলের খেলোয়াড়দের নামিয়ে নেওয়া হয়। নতুন একটি ফ্লাইট দেওয়া হয়েছে। সেটা স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি। স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে ফ্লাইট ছাড়ে। যান্ত্রিক গোলযোগের কারণে সব মিলিয়ে আড়াই ঘণ্টারও বেশি দেরি হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ১,২০১৯)