আমাকে হুমকি মনে করায় যুক্তরাষ্টকে ধন্যবাদ: জারিফ

দ্য রিপোর্ট ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপকে অর্থহীন কাজ বলে অভিহিত করেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার বার্তায় আরও বলেন, মার্কিন এজেন্ডা বাস্তবায়নের পথে তিনি মস্তবড় হুমকি হতে পেরে আনন্দবোধ করছেন। খবর রয়টার্সের।
তিনি আমেরিকাকে উদ্দেশ করে বলেন, আপনাদের এজেন্ডা বাস্তবায়নের পথে আমাকে হুমকি হিসেবে বিবেচনা করার জন্য ধন্যবাদ।
তিনি বুধবার তার ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
জারিফ বলেন, তিনি বিশ্বব্যাপী ইরানের প্রধান মুখপাত্রের ভূমিকা পালন করার কারণে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।
মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করে। জারিফ সম্প্রতি নিউইয়র্ক সফরে গিয়ে কয়েকটি পশ্চিমা গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উষ্মা প্রকাশ করেছিলেন।
(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ১,২০১৯)