গাজীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম নজু। তিনি টঙ্গী ব্যাংকের মাঠবস্তি এলাকার মৃত মোস্তফার ছেলে।
র্যাবের দাবি নিহত নজু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি, তিনটি শটগান এবং আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধের সময় প্রবীর নামে র্যাবের এক সদস্যও আহত হয়েছেন।
র্যাব-১ এর এএসপি কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় ছয় থেক সাতজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন খবর পায় র্যাব। পরে রাত আড়াইটার দিকে সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি করে। র্যাবও পাল্টা গুলি চালালে নজরুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০২,২০১৯)