দ্য রিপোর্ট ডেস্ক :  বাংলাদেশে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি। সাম্প্রতিককালে সব থেকে বিপজ্জনক ডেঙ্গু সংক্রমণে কাঁপছে এই দেশ। বাড়ছে মৃতের সংখ্যা। বর্ষার মাঝে এবার ডেঙ্গু ছড়াল ভুটানেও। দেশটির ভারত সীমান্তবর্তী এলাকার তাশিগিনাৎসে জেলার দোশুমে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।

ভারতের প্রতিবেশী দুই রাষ্ট্রেই যেভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। এতে বাড়ছে উদ্বেগ।

ভারতীয় গণমাধ্যম কোলকাতা টুয়েন্টিফোর ভুটানের সংবাদ সংস্থা বিবিএসের বরাত দিয়ে জানাচ্ছে , দোশুম এলাকায় অন্ত ২৪ জনের রক্তে মিলেছে ডেঙ্গু জীবাণু। তাদের নিকটবর্তী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শুরু হলেও ডেঙ্গু সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল।

এদিকে বাংলাদেশে ডেঙ্গু মহামারির আকার নেওয়ায় চিন্তিত দেশটি সংলগ্ন ভারতীয় রাজ্যগুলি। আর ভুটানেও ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ সংলগ্ন এই দুই দেশ হওয়ায় ভারতীয় রাজ্যটিতে ডেঙ্গু ছড়ানোর সম্ভাবনা বাড়ল।

প্রাক বর্ষা বা পূর্ণ বর্ষায় ভুটান অতি বৃষ্টির কবলে পড়ে। প্রাকৃতিক দুর্যোগে রাজধানী থিম্পুর সঙ্গে অন্যান্য অংশের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। এদিকে বৃষ্টির জমা জল থেকে ডেঙ্গুর লার্ভা জন্ম নিয়েছে। অনেক এলাকায় জমা জলই এই মশার জন্মস্থল।

ভুটানি সংবাদ সংস্থার খবর, তাশিগিনাৎসে জেলার দোশুমে এই প্রথম এমন বড় আকারে ডেঙ্গু ধরা পড়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ চিকিৎসক দল সেখানে পাঠানো হয়েছে। ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া রোগ ছড়িয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদসংস্থার খবর, ভুটানের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত স্বাস্থ্যকর। অক্সিজেনের মাত্রা বেশি। কার্বন নির্গমন কম করে চমকে দিয়েছে এই ছোট্ট দেশটি। সেই সঙ্গে চলছে বিপুল বন সৃজন। সবমিলে প্রকৃতিকে বিরাট অক্সিজেন ভাণ্ডার উপহার দিচ্ছে ভুটান।

ডেঙ্গু মোকাবিলায় ভুটান সরকার প্রথম থেকেই সতর্ক। কারণ প্রতিবেশী বাংলাদেশের পরিস্থিতি। যদিও সরকারি পরিকাঠামো দিয়ে কতটা এই যুদ্ধ কতরা সম্ভব তা নিয়েও প্রশ্ন থাকছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০২,২০১৯)