এবার ডেঙ্গু জ্বরে মারা গেলেন অন্তঃসত্ত্বা নারী
দ্য রিপোর্ট প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ফারহানা ফারজানা (২৮) নামের এক অন্তঃসত্ত্বা নারী মারা গেছেন।
তিনি ৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র চ্যানেল আইকে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৮৭ জন, মোট চিকিৎসাধীন ৬ হাজার ৫৮২ জন।
১ জানুয়ারি থেকে ২ আগষ্ট পর্যন্ত আক্রান্ত ২১ হাজার ২৩৫ জন।
(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০২,২০১৯)