দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার ৩ আগস্ট জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে বাংলাদেশে এবারের পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ১২ আগস্ট সোমবার।

শুক্রবার চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মো. নিজাম উদ্দীন। তিনি বলেন, বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সারা দেশ থেকে চাঁদ দেখা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে কমিটি ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের সিদ্ধান্তের কথা জানিয়েছে।

১০ আগস্ট (শনিবার) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন ১১ আগস্ট (রোববার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০২,২০১৯)