দ্য রিপোর্ট প্রতিবেদক: কিছু এলাকায় জরিপের নামে কেউ কেউ বায়োমেট্রিক যন্ত্রের সাহায্যে আঙুলের ছাপ সংগ্রহ করছে।

কারা এই ছাপ সংগ্রহ করছে তা জানা যায়নি। তবে জানা গেছে, জরিপের নামে সরকার এই মুহূর্তে আঙুলের ছাপ সংগ্রহ করছে না। এই ধরনের আঙুলের ছাপ, পরবর্তীতে প্রতারণা ও অপরাধের জন্য ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ বিষয়ে সতর্কতা জারি করেছে। রোববার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, সরকার কোনো এলাকাতেই এই ধরনের জরিপ করছে না। যে কোনো ধরনের তথ্য দিতে সবাইকে নিষেধ করেছে সরকার।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ০৪, ২০১৯)