দিরিপোর্ট২৪ ডেস্ক : তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে আলোচনা ব্যর্থ হয়েছে। জেনেভায় অনুষ্ঠিত তিনদিনের এই আলোচনায় একমত হতে পারেনি ইরান ও বিশ্বের শক্তিধর দেশগুলো।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টন এক সংবাদ সম্মেলনে জানান, এই আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও কিছু মতপার্থক্য রয়ে গেছে।

২০ নভেম্বর এই ইস্যুতে আবার আলোচনা শুরু হবে বলে এই আলোচনার প্রধান সমন্বয়কারী অ্যাস্টন জানান।

বৃহস্পতিবার তেহরানের পরমাণু ইস্যুতে জেনেভায় ইরানের বৈঠকে বসেন বিশ্ব শক্তিধর দেশ হিসেবে পরিচিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন এবং জার্মানি।

এদিকে, ইরানের পররাষ্টমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ জানান, আলোচনার ফলাফলে তিনি হতাশ নন। তিনি বলেন, উভয়পক্ষেরই একই রকম কিছু মত পার্থক্য আছে। তবে একটি সমঝোতায় আসার ব্যাপারে দুইপক্ষই ইচ্ছুক।

এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে, আমরা এ ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি এগিয়েছি।’

এদিকে, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বিশ্বের শক্তিধর দেশগুলোর প্রতি একটি সমঝোতায় আসার এমন ‘বিরল সুযোগ’ হেলায় না হারানোর আহ্বান জানান।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগও এই আলোচনা ফলপ্রসু করার আহ্বান জানান।

এই আলোচনার শর্ত অনুযায়ী পশ্চিমা নিষেধাজ্ঞা কমাতে ইরান পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ করে দেবে। বিনিময়ে পশ্চিমা দেশগুলো ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করবে।

পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্যেই ইরান পরমাণু কর্মসূচি পরিচালনা করছে বলে পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে। যদিও ইরান এই অভিযোগ বার বার নাকচ করে দিয়েছে। সূত্র: বিবিসি।

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ১০, ২০১৩)