উড়োজাহাজে বিমানবালার অদ্ভুদ কাণ্ড
দ্য রিপোর্ট ডেস্ক: উড়োজাহাজে যাত্রীদের হ্যান্ড ব্যাগেজ রাখার যে আলাদা জায়গা থাকে তাকে বলা হয় ওভারহেড বিন। তবে সেখানে লাগেজের পরিবর্তে যদি কোন বিমানবালা থাকেন তবে ভ্রমণকারীরা চমকে উঠবেন এটাই স্বাভাবিক।
এমনি কাণ্ড ঘটিয়েছে আমেরিকান বিমান সংস্থা সাউথওয়েস্ট এয়ারলাইনসের একজন কর্মী। ওভারহেড বিনে শুয়ে হাসিমুখে যাত্রীদের অভ্যর্থনা জানান তিনি।
সাউথওয়েস্ট এয়ারলাইনসটি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহর থেকে জর্জার আটলান্টায় যাচ্ছিল। ফ্লাইট অ্যাটেনড্যান্টকে ওভারহেড বিনে দেখে অন্যদের মতো চমকে যান ভেরোনিকা লয়েড নামের একজন যাত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ওই যাত্রী জানান, প্রায় পাঁচ মিনিট লাগেজ রাখার অংশে শুয়ে ছিলেন ওই বিমানবালা। ফ্লাইটে প্রায় অর্ধেক যাত্রী বিমানে উঠার পর তিনি নেমে আসেন।
ভেরোনিকা লিখেছেন, ঘটনাটি খুব মজার ছিল। ওভারহেড বিনে থেকেই বিমানবালা নিচ দিয়ে হেঁটে যাওয়া যাত্রীদের শুভেচ্ছা জানান। বিমানবালার এমন রসিকতা আমার মতো অনেককে বিনোদন দিয়েছে।
তবে সাউথওয়েস্ট এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, এটা আমাদের স্বাভাবিক কর্মপ্রক্রিয়া নয়। সাউথওয়েস্টের ক্রুরা সবসময় যাত্রীদের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে থাকে।
সূত্র: সিএনএন
(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ০৪, ২০১৯)