দ্য রিপোর্ট ডেস্ক : প্রথম দুটিতে হেরে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে। প্রিটোরিয়াতে শেষ টি-টুয়েন্টি জিতে দেশে ফেরাটা হতে পারতো বাংলাদেশ নারী ইমার্জিং দলের জন্য সান্ত্বনার। একটা সময় জয়ের পথেই ছিল টিম টাইগ্রেস। শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরে গেছে অন্যপথে। সাউথ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে রোমাঞ্চ ছড়িয়ে টাই করে সফর শেষ করেছে বাংলাদেশ!

প্রিটোরিয়ার ম্যান্ডেলা ওভাল মাঠে প্রথমে ব্যাট করে অধিনায়ক নাদাইন ডি ক্লার্কের অপরাজিত ৮৩ রানে ভর করে ৩ উইকেটে ১৪৭ রান তোলে স্বাগতিকরা। জবাবে ওপেনার সানজিদা ইসলামের অপরাজিত ৭৩’এ ৫ উইকেটে বাংলাদেশ ঠিক একই রান তোলায় টাই মেনেই মাঠ ছাড়তে হয়।

অথচ ম্যাচটা হতে পারতো বাংলাদেশেরই। ১৬ ওভারে ১১৭ রান তুলে ফেলে নিগার সুলতানার দল। শেষ ২৪ বলে জিততে হলে ৭ উইকেটে করতে হতো ৩০। শেষ ওভারে সমীকরণ নেমে আসে আরও কমে। মাত্র ৯ রান!

কিন্তু শেষ ওভারে এসেই বাধে বিপত্তি। প্রথম তিন বলে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। রান আসে মাত্র ২। শেষ তিন বলে শায়লা শারমিন ছয় রান নিলে টাই হয় ম্যাচের ফল।


(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০৪,২০১৯)