ডেঙ্গুতে ইডেন কলেজের ছাত্রীর মৃত্যু
![](https://bangla.thereport24.com/article_images/2019/08/04/dengu-5d47003132b4f.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর ইডেন মহিলা কলেজের এক ছাত্রী।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই শিক্ষার্থীরা নাম শান্তা আক্তার (২০)।
হাসপাতালের জরুরি বিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন শান্তা। রোববার বিকেলে তার মৃত্যু হয়।
রাজধানীর হাজারীবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন ইডেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী শান্তা। তাদের বাড়ি গাজীপুর।
এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক হাজার ৮৭০ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। শান্তার মৃত্যু নিয়ে সব মিলিয়ে মৃতের সংখ্যা ৬৮ জনে দাঁড়াল।
(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০৪,২০১৯)