শুল্ক-কর ছাড় ডেঙ্গু পরীক্ষার উপকরণ আমদানি করলে
![](https://bangla.thereport24.com/article_images/2019/08/05/dengu-5d4826a6b21a0.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক : ডেঙ্গু পরীক্ষার উপকরণ আমদানিতে সব ধরনের শুল্ক-কর ছাড় দিয়েছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, 'ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারি সিদ্ধান্ত মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে ডেঙ্গু টেস্টের কিট, রিএজেন্ট এবং রক্তের প্লেটলেট প্লাজমা পরীক্ষার কিটের উপর আরোপনীয় সমুদয় আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রীম আয়কর অব্যাহতি প্রদান করেছে।'
এই শুল্ক-কর অব্যাহতি সুবিধা আগামী ৩১ শে অক্টোবর পর্যন্ত বহাল থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছ, ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত পরিমাণে ডেঙ্গু পরীক্ষার উপকরণ আমদানি করা যাবে। এছাড়া আমদানি করা পণ্য মানসম্মত কি-না, সেটাও ঔষধ প্রশাসন অধিদপ্তর তদারক করবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০৫,২০১৯)