দ্য রিপোর্ট প্রতিবেদক: ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্নস্থানে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক শিশু রয়েছে।

চিকিৎসকরা জানান, মঙ্গলবার (৬ আগস্ট) সকালে রিহানা নামের তিন বছরের শিশু রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সে পাঁচদিন আগে ঢাকা থেকে রংপুর মেডিকেলে ভর্তি হয়।

আর ঢাকা মেডিকেলে এক নারী মারা গেছেন। তার বাড়ি চাঁদপুর।

এছাড়া দিনাজপুরে একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রংপুরে ১৯, চট্টগ্রামে ২৭ ও রাজশাহীতে ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বরিশাল, সিলেটসহ দেশের সব হাসপাতাল ও মেডিকেলেই প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ০৬, ২০১৯)