দ্য রিপোর্ট প্রতিবেদক: এডিস মশার লার্ভা পাওয়ায় বেইলি রোডের নির্মাণাধীন রূপায়ন স্বপ্ন নিলয় টাওয়ারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে বেইলী রোড এলাকা পরিদর্শনে যান স্থানীয় সরকার পল্লীয় উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

মন্ত্রী এবং মেয়রের উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় এ তথ্য জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ০৮, ২০১৯)