ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার: শ্রেষ্ঠ ছবি আন্ধাধুন
দ্য রিপোর্ট ডেস্ক : গুঞ্জনই সত্য হলো। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ এর শ্রেষ্ঠ হিন্দি ছবি হিসেবে ঘোষিত হলো বলিউড নির্মাতা শ্রিরাম রাঘবানের আলোচিত ছবি ‘আন্ধাধুন’-এর নাম।
শুক্রবার ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়। এতে ভারতের সেরা ছবি হিসেবে পুরস্কার অর্জন করলো আয়ুষ্মান খুরানা অভিনীত বহুল আলোচিত ছবি ‘আন্ধাধুন’।
শুধু শ্রেষ্ঠ ছবি হিসেবেই নয়, এ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ভিকি কৌশালের (উরি) সঙ্গে যৌথভাবে নাম ঘোষণা হয় আয়ুষ্মানের। এছাড়া সেরা চিত্রনাট্য’র পুরস্কারটিও যায় আন্ধাধুনের ঝুলিতে।
এদিন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা শুরু হয় দিল্লির শাস্ত্রী ভবনে। শ্রেষ্ঠ ছবি সহ বিভিন্ন বিভাগের শ্রেষ্ঠ ছবির পুরস্কার ঘোষণা করেন ডিরেক্টর রাহুল রাওয়ালিসহ জুরি সদস্যরা। ৬৬তম শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করা ছবিগুলো হলো:
সেরা হিন্দি ছবি- আন্ধাধুন
সেরা পরিচালক- আদিত্য ধর (উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক)
সেরা অভিনেত্রী- কীর্তি সুরেশ (তেলুগু ছবি মহানতি)
সেরা অভিনেতা- আয়ুষ্মান খুরানা (অন্ধাধুন), ভিকি কৌশল (উরি)
সেরা চিত্রনাট্য- আন্ধাধুন
সেরা সংগীত পরিচালক- সঞ্জয় লীলা বনশালি (পদ্মাবত)
সেরা পুরুষ কণ্ঠ- অরিজিৎ সিং
সেরা কোরিওগ্রাফি- পদ্মাবত (ঘুমর)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক
সেরা সহ অভিনেত্রী- সুরেখা সিক্রি (বধাই হো)
সেরা সহ অভিনেতা- স্বানন্দ কিরকিরে (চুম্বক)
সেরা বিনোদনমূলক ছবি- বাঁধাই হো
সেরা সংলাপ- চূর্ণী গঙ্গোপাধ্যায় (তারিখ)
সেরা সামাজিক ছবি- প্যাডম্যান
সেরা বাংলা ছবি: এক যে ছিলো রাজা
প্রত্যেক বছর এপ্রিলে ঘোষণা হয় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৩ মে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তবে লোকসভা নির্বাচনের জন্য পিছিয়ে দেয়া হয়েছিলো।
(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০৯,২০১৯)