দ্য রিপোর্ট ডেস্ক : বিরাট কোহলি তো কদিন আগে বলেই দিয়েছিলেন, রবি শাস্ত্রীই তার প্রথম পছন্দ কোচ হিসেবে। ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) শেষ পর্যন্ত আস্থা রেখেছে শাস্ত্রীর উপর।

অন্য দলগুলো যেখানে বিশ্বকাপের পর কোচ বিদায় দিয়ে হন্যে হয়ে খুঁজছে নতুন কাউকে। সেখানে ভারতও একটা ঝাঁকি দিয়েছিল নতুন কোচের জন্য। যে তালিকায় সাবেক কিউই কোচ মাইক হেসন, ভারতের সাবেক ফিল্ডিং কোচ ও খেলোয়াড় রবিন সিং, ভারতীয় দলের সাবেক ম্যানেজার লালচাঁদ রাজপুত, আফগানিস্তানের সদ্য বিদায়ী কোচ ফিল সিমন্স কিংবা অস্ট্রেলিয়ান টম মুডির মতো নামও ছিল।

অবশেষে সেসব নামগুলোকে পেছনে ফেলে শাস্ত্রীর নামই প্রকাশ হলো ভারতের হেড কোচ হিসেবে। আগামী ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বিরাট কোহলিদের দায়িত্বে থাকছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে রবি শাস্ত্রীর সাক্ষাৎকার নেন বিসিসিআই। এদিন সাক্ষাৎকার দিতে আসেন মাইক হেসনও। তবে শেষ সময়ে নাম তুলে নেন ফিল সিমন্স।

সাক্ষাৎকার শেষ হবার কিছুক্ষণ পরই ভারতীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে শাস্ত্রীর নাম। মাইক হেসনের প্রতি শেষ পর্যন্ত আগ্রহ না দেখালেও টম মুডি ছিলেন শক্ত অবস্থানে।

মাইক হেসনের বাদ পড়ায় অবশ্য আশা বেঁচে রইলো বাংলাদেশেরই। কেন না, তার প্রতি সুনজর রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও!

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১৬,২০১৯)