দিরিপোর্ট২৪ প্রতিবেদক : গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব রাজনৈতিক দলকে নির্বাচনী প্রক্রিয়া শুরুর করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

রবিবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে। আশা করি সব রাজনৈতিক দল এই প্রক্রিয়া শুরু করবে।

গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে- এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনের দল, গণতান্ত্রিক দল। তাই আমরা সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন চাই। এদেশের মানুষ ভোটে বিশ্বাস করে। কারণ ভোটেই ক্ষমতা।

এ সময় তিনি যারা মনোনয়ন ক্রয় করবেন তাদের দলীয় এবং ভোটারদের আকৃষ্ট করার মতো যোগ্যতা দেখে মনোনয়নপত্র ক্রয় করার আহ্বান জানান।

তিনি বলেন, আগামী ১৬ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র ক্রয় করতে হবে। প্রয়োজন হলে সময় আরও বাড়ানো হবে। আপনারা মনোনয়নপত্র দ্রুত জমা দিয়ে দেবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর দলের সংসদীয় বোর্ড যাচাই-বাছাই করবে। এরপর প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন কে মনোনয়ন পাবেন কে পাবেন না। আওয়ামী লীগের মনোনয়নপত্র নেওয়ার অধিকার প্রত্যেকের আছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উৎসবমুখর পরিবেশে গণতান্ত্রিক নির্বাচনের বিকল্প নেই। সব সময় নির্বাচনে বিশ্বাস করি। আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে প্রায় সব সংসদ নির্বাচনে অংশ নিয়েছে। পাকিস্তানের তথাকথিত মৌলিক গণতন্ত্র রক্ষায় বঙ্গবন্ধু সব সময় নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

তিনি বলেন, ১৯৯৬ সালে আমরা নির্বাচনে অংশ নিতে চেয়েছিলাম। বিএনপি একতরফা নির্বাচনের দিকে এগিয়েছিল তাই আমরা শেষ মুহূর্তে মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলাম।

আওয়ামী লীগের প্রথম মনোনয়নপত্রটি বিক্রি করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও ক্রয় করেন দলীয় সভাপতি শেখ হাসিনা। সংসদীয় আসন-২১৭ গোপালগঞ্জ-৩ আসনের জন্য প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদ।

৭টি বিভাগের জন্য ৭টি বুথ খোলা হয়েছে। প্রত্যেক বিভাগের প্রার্থীদের নিজ নিজ বিভাগের বুথ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমকে প্রধান করে মনোনয়নপত্র বিক্রির ২৩ সদস্যের উপকমিটি গঠন করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ।

(দিরিপোর্ট২৪/এ/এএস/নভেম্বর ১০, ২০১৩)