দীঘিনালায় সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে ৩ সন্ত্রাসী নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সেনাবাহিনীর সাথে ইউপিডিএফ এর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনীর গুলিতে ৩ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বরাদম গ্রামে ইউপিডিএফ সন্ত্রাসীদের একটি অস্তানায় সেনাবাহিনীর অভিযান চালালে এই ঘটনা ঘটে।
আজ সোমবার (২৬ আগস্ট) দুপুরের দিকে কৃপাপুর দরজ পাড়া নামক জায়গায় এই ঘটনার সূত্রপাত ঘটে। নিহত তিনজন ইউপিডিএফের কর্মী বলে জানা গেছে।
নিহতরা হলেন- নবিন চাকমা ওরফে নতুন (৩৮) পিতা ধর্মবিকাশ চামকা। বচেন্দ্র চাকমা (৩৫), পিতা- দুর্গারাম চাকমা ও অরুন চাকমা (৩৫) পিতা- সুজিদ প্রিয় চাকমা।
এই সময় ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র ও ৬ রাউন্ড এমুনেশন উদ্ধার করা হয়েছে। বর্তমান সেখানকার পরিস্থিত থমথমে বিরাজ করছে।
ইতোমধ্যে এএসপি রওনক আলম সহ ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিছুক্ষণ পর তিনি বিফ্রিং করবেন বলে জানা গেছে।
(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ২৬ ,২০১৯)