দ্য রিপোর্ট ডেস্ক : পরিস্থিতি অনুকূলে থাকলে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জি সেভেন সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

তেহরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তি সইয়ে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্রাম্প-রুহানি বৈঠকের শর্ত তৈরি সম্ভব হবে বলে মনে করেন তিনি।

ইরানের পারমাণবিক কর্মকাণ্ড সীমাবদ্ধ করার জন্য ২০১৫ সালের চুক্তি থেকে ওয়াশিংটন গত বছর সরে আসার পর থেকে ইরান ও আমেরিকার সম্পর্কের অবনতি ঘটেছে।

আর এখন সোমবার ট্রাম্প নিজেই বলেছিলেন, ইরানের সাথে নতুন পারমাণবিক চুক্তির সম্ভাবনা সম্পর্কে তার “ভালো অনুভূতি” রয়েছে।

ওদিকে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরানের জন্য ভালো হবে এমন মনে হলে তিনি যে কারো সঙ্গে বৈঠকের জন্য তৈরি আছেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ২৭,২০১৯)