থাই রানির ছবির জন্য ওয়েবসাইট ক্র্যাশ!

দ্য রিপোর্ট ডেস্ক: থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের নতুন স্ত্রী সিনিনাতলং ভাজিরাপাকদি দুর্লভ কিছু ছবি প্রকাশ করেছে। রাজপ্রাসাদের প্রকাশিত ওই ছবি দেখতে বিপুল সংখ্যক ভিজিটরের কারণে ইতোমধ্যে ক্র্যাশ করেছে ওই ওয়েবসাইট।
ছবিতে ৪১ বছরের ভাজিরাপাকদিকে সামরিক পোশাক পরিহিত অবস্থায় একটি যুদ্ধবিমান চালনা ও বন্দুক দিয়ে গুলি ছুঁড়তে দেখা গেছে।
৬৭ বছরের রাজা ভাজিরালংকর্ন গত মে মাসে প্রাক্তন দেহরক্ষী বাহিনীর উপ-প্রধান ভাজিরাপাকদিকে বিয়ে করেন। এর দুই মাস পর রানিকে সিনিনাত উপাধি দেন রাজা। এর মাধ্যমে রাজ পরিবারের গত ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কাউকে রাজকীয় উপাধি দেওয়া হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিপুল সংখ্যক ভিজিটরের কারণে যে ওয়েবসাইটে রানির ছবি প্রকাশ করা হয়েছে সেটি ক্র্যাশ করেছে। ছবির পাশপাশি রানির জীবনবৃত্তান্তও প্রকাশ করা হয়েছে।রানি ভাজিরাপাকদি বিমান চালনা, নার্স ও দেহরক্ষী হিসেবে প্রশিক্ষণ পেয়েছেন।
(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ২৭ ,২০১৯)