দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেছেন, ‘মিয়ানমারে কারা বিনিয়োগ করছে, কারা নতুন চুক্তিতে স্বাক্ষর করছে এবং লাভজনক ব্যবসা করছে তা চিহ্নিত করা দরকার।’

অধ্যাপক ইমতিয়াজ বলেন, ‘এই প্রক্রিয়ায় বিশ্ব জানতে পারবে যে কারা গণহত্যার সাথে জড়িত দেশটির সাথে ব্যবসা করছে।’

আজ মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অধ্যাপক ইমতিয়াজ আহমেদ এসব কথা বলেন। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে। তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য চীন, জাপান এবং ভারতের সাথে আরো সৃজনশীল পদ্ধতিতে বাংলাদেশের কাজ করা দরকার।’ তিনি আরো বলেন, ‘মিয়ানমার মনে করে এই তিনটি দেশ তাদের পকেটে রয়েছে।’

অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, যদি মিয়ানমার দুটি কাজ করে তাহলে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হবে এবং রাখাইনে তাদের নিরাপদ প্রত্যাবাসন হবে। কাজ দুটি হলো- বিদ্যমান আইন সংশোধন করা এবং মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি চীন, জাপান ও ভারতের নিরাপত্তাকর্মী নিয়োগ করে রাখাইনে নিরাপদ অঞ্চল তৈরি করা।

অধ্যাপক ইমতিয়াজ মিয়ানমারের সাথে পাঁচটি ক্ষেত্রে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত এবং ভূ-রাজনীতির ওপর গভীরভাবে কাজ করার বিষয়ে জোর দেন।

এই বিশেষজ্ঞ পুনরায় উল্লেখ করেন যে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে মোটেই আন্তরিক নয়। তিনি বলেন, ‘মিয়ানমার এখন পর্যন্ত কেবল নাটক করেই চলেছে।’

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ২৭,২০১৯)