ইতিহাস গড়ার সামনে আবাহনী
দ্য রিপোর্ট প্রতিবেদক: নকআউট পর্বে উঠে আগেই ইতিহাস তৈরি করেছিল আবাহনী লিমিটেড। এএফসি কাপের ইন্টার জোনাল সেমি ফাইনালের দ্বিতীয় লেগ খেলতে এবার উত্তর কোরিয়ায় অবস্থান করছে ঢাকা আবাহনী লিমিটেড।
বুধবার (২৮ আগস্ট) পিয়ংইয়ংয়ে মাঠে নামবে আবাহনী। ন্যূনতম ড্র করলেই এএফসি কাপের ইন্টার জোনাল ফাইনালে খেলার টিকিট পাবে বাংলাদেশের প্রতিনিধিরা। উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে আরেকটি ইতিহাস সৃষ্টির লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশের পেশাদার লিগে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী।
সেমিফাইনালের প্রথম লেগে উত্তর কোরিয়ান ক্লাব এপ্রিল ২৫ এসসি'র বিপক্ষে ৩-৪ গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশি ক্লাবটি। আজ স্বপ্নপূরণের দিন মারিও লেমোসের দলের। পিয়ংইয়ংয়ে দ্বিতীয় লেগে এপ্রিল টোয়েন্টি ফাইভের কাছে না হারলেই নতুন দিগন্তে পা রাখবে আবাহনী। উঠে যাবে ইন্টার জোন প্লে-অফের ফাইনালে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।
ঘরের মাঠে উত্তর কোরিয়ার চ্যাম্পিয়ন দল এপ্রিল ২৫ এসসিকে হারানোর ম্যাচে জোড়া গোলের ম্যাজিক দেখিয়েছিলেন সানডে চিজোবা। ম্যাচসেরা সানডে চিজোবাকে দ্বিতীয় লেগে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হলেও চিজোবা সহ পূর্ণ শক্তির দলই পেতে যাচ্ছে আবাহনী। চীন চিজোবাকে ট্রানজিট ভিসা না দেওয়ায় দলের সঙ্গী হতে পারেননি। উত্তর কোরিয়াও তাকে ভিসা দিতে চায়নি। সব সমস্যার সমাধান হলে দলের সঙ্গে না গিয়ে রুট বদলে ভিন্ন পথে উত্তর কোরিয়া পৌঁছাবেন প্রথম ম্যাচে জোড়া গোল করা নাইজেরিয়ান এই স্ট্রাইকার।
আবাহনী থেকে কদিন আগে ভারতের ক্লাবে চলে গেছেন ডিফেন্ডার মাসিহ সাইঘানি। কার্ডের নিষেধাজ্ঞায় মিশরের ডিফেন্ডার আলা নাস ইসাকেও প্রথম লেগের ম্যাচে নামাতে পারেনি আবাহনী। নিয়মিত তিন খেলোয়াড়কে এই ম্যাচে পায়নি আবাহনী। লিগামেন্টের অস্ত্রোপচার করানোয় দীর্ঘদিন ধরে মাঠের বাইরে দুই ডিফেন্ডার তপু বর্মণ ও আতিকুর রহমান ফাহাদ। এক সপ্তাহ আগে অনুশীলনের সময় পায়ে চোট পান মিডফিল্ডার মামুনুল ইসলাম। এদিকে, আবাহনীতে যোগ দিলেও অভিষেক পিছিয়ে যায় মিশরের আলা এলদিন নাসেরের। গত টুর্নামেন্টে মালদ্বীপের টিসি স্পোর্টসের হয়ে খেলার সময় তিনি লাল কার্ড পেয়েছিলেন। এমন ভঙ্গুর দল নিয়ে একাদশ সাজিয়েও জয় পেয়েছেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস। আজ ভাগ্যের ছোঁয়া থাকলে কোনো রকম হার এড়াতে পারলেই ফাইনালে উঠে নতুন ইতিহাস তৈরি করবে আবাহনী।
(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ২৮ ,২০১৯)