মিন্নিকে মুক্ত করতে হাইকোর্টে লড়বেন শতাধিক আইনজীবী
দ্য রিপোর্ট প্রতিবেদক: বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলায় প্রধান সাক্ষী থেকে আসামি হওয়া নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির চূড়ান্ত জামিন শুনানি বুধবার দুপুর ২ টায়।
মিন্নিকে মুক্ত করতে উচ্চ আদালতে বিনা পয়সায় আইনি লড়াইয়ে অংশ নিবেন দেশের অনেক প্রথিতযশা আইনজীবী। যার অগ্রভাবে থাকবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী, ব্যারিস্টার অনিক আর হক,অ্যাডভোকেট জেসমিন সুলতানা অ্যাডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা লিপি, অ্যাডভোকেট মাক্কিয়া ফাতেমা ইসলাম এবং অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল।
এছাড়া মিন্নির পক্ষে আদালতের এজলাস কক্ষে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট মাহরিন মাসুদ ভূইয়া, অ্যাডভোকেট আয়েশা আক্তার, অ্যাডভোকেট রোনা নাহরিন, অ্যাডভোকেট রোহানী ফারুক খান, অ্যাডভোকেট দেবাজিৎ দেবনাথ, অ্যাডভোকেট নাজমুস সাকিব, অ্যাডভোকেট সাহাবুদ্দিন লার্জসহ শতাধিক আইনজীবী।
এ বিষয়ে অ্যাডভোকেট জেড আই খান পান্না বলেন, ‘যে মুহুর্তে শুনেছি বরগুনার আদালতে মিন্নির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি, তখন থেকেই আমরা তাকে আইনি সহযোগিতা দেয়ার সিদ্ধান্ত নেই। একটি অসহায় মেয়ের পক্ষে আমরা আইনি লড়াই করছি এটাই আত্মতৃপ্তি।’
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে দুপুর ২ টায় মিন্নির জামিন শুনানি শুরু হবে।
এর আগে গত ২০ আগস্ট রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির কেনো জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলার তদন্ত কর্মকর্তাকে মামলার কেস ডকেট সহ আসতে বলেন হাইকোর্ট। এ ছাড়া বরগুনার এসপিকে মিন্নির দোষ স্বীকার নিয়ে সংবাদ সম্মেলনের ব্যাখ্যা দিতে বলা হয়। মামলার চূড়ান্ত শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত।
(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ২৮ ,২০১৯)