বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে নিয়োগ পাচ্ছেন শফিউল আলম
![](https://bangla.thereport24.com/article_images/2019/08/28/ff.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পাচ্ছেন বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। চাকরির মেয়াদ শেষে তাকে সরকার এ পদে নিয়োগ দেবে। একই সঙ্গে নতুন মন্ত্রিপরিষদ সচিব হবেন বর্তমানে সেতু বিভাগের সচিব হিসেবে দায়িত্বপালনরত আনোয়ারুল ইসলাম।
বুধবার (২৮ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় বর্তমান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া বর্তমানে বিশ্বব্যাংকের বাংলাদেশ নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ শফিউল আলম নিয়োগ পেলে তার স্থলাভিষিক্ত হবেন।
(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ২৮ ,২০১৯)