কোরিয়ায় ইতিহাস গড়া হলো না আবাহনীর
দ্য রিপোর্ট প্রতিবেদক: উত্তর কোরিয়ার মাটিতে ফুটবলের নতুন এক ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশের আবাহনী। আজ (বুধবার) উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংয়ে দেশটির শক্তিশালী ক্লাব এপ্রিল টোয়েন্টিফাইভ এসসির বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্র নিয়ে এএফসি কাপের ইন্টার জোন প্লে-অফ ফাইনাল প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল আবাহনীর।
কে জানতো, শেষ সময়ে এসে বোকামির দণ্ড দিতে হবে! নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্র থাকা ম্যাচটির অতিরিক্ত সময়ে এসে ২ গোল খেয়ে বসেছে আবাহনী। তাতে খুব কাছে এসে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া করলো আকাশি-হলুদরা।
গত ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম লেগে উত্তর কোরিয়ান ক্লাবকে ৪-৩ গোলে হারিয়েছিল আবাহনী। ঘরের মাঠের ওই জয়ে ফিরতি ম্যাচে আবাহনীর দরকার ছিল ড্র। প্রত্যাশিত সে ড্র প্রায় হয়েই গিয়েছিল, শেষ পর্যন্ত পেরে উঠলো না। ফাইনালে উঠার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬ বারের চ্যাম্পিয়নদের।
উত্তর কোরিয়া যাওয়ার পর থেকেই এক অর্থে যোগাযোগের বাইরে ছিল আবাহনী। কোনোভাবেই দলটির খবর নেয়া যায়নি। তবে সবাই ছিলেন চূড়ান্ত সুখবরের অপেক্ষায়। ম্যাচের দুই অর্ধেও যখন গোল হজম করতে হয়নি, তখন সবাই উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু কি হতে কি হয়ে গেল!
২০১০ বিশ্বকাপে খেলা দেশটির ক্লাবকে টপকিয়ে ফাইনালে উঠতে পারলে সেটাই হতো বড় বিস্ময়। আবাহনী খুব কাছে গিয়েও সেটা পারলো না।
(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ২৮ ,২০১৯)