দ্য রিপোর্ট ডেস্ক : ব্রিটেনের পার্লামেন্ট অধিবেশন স্থগিত চেয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের করা আবেদন অনুমোদন দিয়েছেন রাণী। এর ফলে দেশটির পার্লামেন্ট ১৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

ব্রেক্সিট কার্যকরের জন্য নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার মাত্র ১৭ দিন আগে নতুন অধিবেশন চালু হবে বলে জানানো হয়েছে।

পার্লামেন্ট স্থগিত করতে প্রধানমন্ত্রী বরিস জনসনের এ উদ্যোগকে ব্রেক্সিট বিরোধীরা যুক্তরাজ্যের পার্লামেন্টের বিরুদ্ধে এক ধরণের ষড়যন্ত্র বা আঘাত হিসেবে দেখছেন।

প্রধানমন্ত্রী বরিস জনসনের আবেদন রাণীর অনুমোদনের পর হাউজ অব কমন্স ও হাউজ অব লর্ডস উভয় কক্ষের পার্লামেন্ট একমাসের জন্য স্থগিত হয়ে গেল।

অন্যদিকে পার্লামেন্টের ওই স্থগিতাদেশ আটকাতে রাণীর জরুরি সাক্ষাত চেয়ে আবেদন করেছিলেন জেরেমি করবিন এবং জো সোইনসন।

তবে বরিস জনসনের পক্ষ থেকে বলা হয়েছে, ব্রেক্সিটের কারণে পার্লামেন্ট স্থগিত করা হয়েছে এটা সম্পূর্ণ অসত্য।

রাণীর এ আবেদন অনুমোদনের ফলে ব্রেক্সিটের আগে এমপিরা পার্লামেন্টে নতুন কোনো বিল পাস করতে পারবেন না। ১৪ অক্টোবর পর্যন্ত পার্লামেন্ট বন্ধ থাকায় রাণীর ভাষণ দেয়ার সময়সীমাও পিছিয়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, বর্তমান চুক্তি অনুসারে আগামী ৩১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ার কথা রয়েছে যুক্তরাজ্যের।


(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ২৮,২০১৯)