দ্য রিপোর্ট প্রতিবেদক: ইন্টারন্যাশনাল মেয়রস কনফারেন্সে যোগ দিতে জার্মানি গেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার সকাল ১০টায় ‌ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

ডিএনসিসি সূত্র জানিয়েছে, ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জার্মানির ডুসেল্ডর্ফ শহরে তিন দিনব্যাপী ‘আন্তর্জাতিক মেয়র’স কনফারেন্সে অংশগ্রহণ করবেন আতিকুল ইসলাম। বিভিন্ন দেশের ৪২টি শহরের মেয়ররা এ কনফারেন্সে অংশগ্রহণ করবেন।

এতে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, মন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।

এর আগে গত রোববার চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনিও ‘আন্তর্জাতিক মেয়র’স কনফারেন্সে অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ২৯ ,২০১৯)