সাভার প্রতিনিধি: ধামরাইয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে শেখ ফরিদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়না তদেন্তর জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বৃহস্পতিবার ভোর রাতে ধামরাইয়ের সানোরা ইউনিয়নের সুইসখালী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শেখ ফরিদ সুইসখালী গ্রামের শেখ শাজাহান মিয়ার ছেলে। ফরিদ পেশায় প্রাইভেটকারের চালক ছিলেন।

পুলিশ জানায়, কে বা কারা গভীর রাতে তাকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে বাড়ির পাশে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাথাসহ তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ২৯,২০১৯)