‘বাংলাদেশে আইএস বলে কিছু নেই’
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশে আইএস বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশে আইএস বলতে কিছু নাই। গাড়ির চাকা বার্স্ট হলেও বলে আইএস করেছে। আবার ককটেল বিস্ফোরণ হলেও বলে আইএস করেছে। কারা যে এগুলো ছড়ায় আমরা জানি না।’
শনিবার রাতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশের ওপর হামলায় দায় স্বীকার করে আইএস-এর দেওয়ার বিবৃতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রবিবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কক্ষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।
গাড়ি চাপায় পা হারানো কৃষ্ণা রানী প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কৃষ্ণরাওপর গাড়ি তুলে দেওয়া অত্যন্ত মর্মান্তিক। আমি শুনেছি তিনি নাকি রাস্তার সাইডেই ছিলেন। সে কারণে আমি গাড়ির মালিকদের বলবো যাতে তারা কোনও হেলপার দিয়ে গাড়ি না চালায়। যারা এই দুর্ঘটনাটি ঘটিয়েছে তাদের বিচার হোক সেটি আমি চাই।’
তিনি আরও বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সামাজিক গুজব ছড়ানো হয়। আমি চাই সামাজিক যোগাযোগ মাধ্যমেই এর সমাধান হোক।’
(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০১ ,২০১৯)