কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের এএসআইসহ ৩ জন নিহত
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় হাইওয়ের পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আক্তার হোসেনসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার ভোরে উপজেলার বাবুর্চি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ভোরে সড়ক দুর্ঘটনায় হাইওয়ের পুলিশের এএসআই আক্তার হোসেনসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০২ ,২০১৯)