বাহামা দ্বীপপুঞ্জে আঘাত হানলো হারিকেন ডোরিয়ান, সর্বোচ্চ সতর্কতা জারি

দ্য রিপোর্ট ডেস্ক: আটলান্টিক মহাসাগরের বাহামা দ্বীপপুঞ্জের উত্তর-পশ্চিমাঞ্চলে পাঁচ মাত্রার শক্তিশালী হারিকেন ডোরিয়ানকে ‘চরম বিপজ্জনক’ বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)। ঝড়টি প্রতি ঘণ্টায় ২৮৫ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে। বিবিসি
হারিকেনের আঘাত সম্পর্কে যা ধারণা করা হচ্ছিলো তার চেয়েও ভয়ংকর তাণ্ডব ঘটতে পারে বলে রোববার এক টুইটে দ্বীপবাসীদের সতর্ক করেছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প।
ঝড়ের কবল থেকে রক্ষা পেতে আবাকো ও গ্রান্ড বাহামার বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। কোনো কোনো জায়গায় জলোচ্ছ্বাস ২৩ ফুট উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেখানে মানুষের প্রাণহানির আশঙ্কা আছে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন। উত্তর বাহামার আবাকো দ্বীপে স্থানীয় সময় দুপুরের দিকে বাড়িঘরসহ অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে।
প্রত্যন্ত দ্বীপগুলোর কিছু বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে তবে রোববার আন্তর্জাতিক বিমানবন্দর খোলা ছিলো বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। বাহামা দ্বীপে তাণ্ডব চালানোর পর ডোরিয়ান দিক পরিবর্তন করে উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাবে এবং ফ্লোরিডায় সরাসরি আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।
(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০২ ,২০১৯)