যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাই শুরু বাংলাদেশের
দ্য রিপোর্ট ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল (রোববার) স্কটল্যান্ডের আরব্রথ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে ৮ উইকেটে হারিয়েছেন সালমা-জাহানারারা।
বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যামনরা। ইনিংসের মাত্র ১ বল বাকি থাকতে ৪৬ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের পক্ষে দুই অংক ছুঁতে পেরেছেন কেবল একজন-সুজেতা চন্দ্রশেখর (১৫)।
বাংলাদেশের পক্ষ বল হাতে সবচেয়ে সফল ছিলেন নাহিদা আক্তার। ১২ রানে ৩টি উইকেট নেন তিনি। এছাড়া ২টি করে উইকেট পান জাহানারা আলম আর খাদিজাতুল কুবরা।
লক্ষ্য মাত্র ৪৬ রানের। জয় পেতে একদমই বেগ পেতে হয়নি টাইগ্রেসদের। ৮.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যান তারা। উদ্বোধনী জুটিতেই ৪২ রান তুলে দেন সানজিদা ইসলাম আর আয়েশা রহমান।
তবে অক্ষত রায়ের ওভারে টানা দুই বলে ফিরে যান সানজিদা (৩৪) আর আয়েশা (৮)। এরপর নিগার সুলতানা ৫ আর রিতু মনি ১ রান নিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন।
(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০২ ,২০১৯)