প্রত্যাশায় প্রভাসের ভয়
দ্য রিপোর্ট ডেস্ক: ‘ইয়ং রেবেল’খ্যাত তেলেগু অভিনেতা প্রভাস। বাহুবলি সিনেমার মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি পান এ অভিনেতা।
সম্প্রতি মুক্তি পেয়েছে এ অভিনেতার সাহো সিনেমা। শুরু থেকেই এটি নিয়ে দর্শকের অনেক কৌতূহল ছিল। বাহুবলির পর সাহো তার প্রথম সিনেমা। তাই একে ঘিরে দর্শকের প্রত্যাশাও অনেক।
তবে প্রত্যাশা বিষয়টি অনেক ভয় পান প্রভাস। এ অভিনেতা বলেন, ‘প্রত্যাশা বিষয়টি আমি অনেক ভয় পাই। বাহুবলি সিনেমার প্রথম থেকে শেষ পর্ব অনেকটা পর্বত থেকে মাউন্ট এভারেস্টে চড়ার মতো ছিল। বাহুবলি ছিল একটা স্বপ্ন।’
মুক্তির পর থেকেই বক্স অফিসে সাহো সিনেমার তাণ্ডব চলছে। মাত্র দুই দিনে বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। যদিও সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শক-সমালোচকরা।
এদিকে সিনেমাটি নিয়ে দর্শক-সমালোচকদের মাতামাতি থাকলেও ছুটি কাটাতে ব্যস্ত প্রভাস। এ অভিনেতা বলেন, ‘আমি ভ্রমণে বের হয়েছি।’
হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় নির্মিত হয়েছে সাহো। সিনেমাটি প্রযোজনা করেছে ইউভি ক্রিয়েশন্স। এটি পরিচালনা করেছেন সুজিত। প্রভাস ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— শ্রদ্ধা কাপুর, নীল নীতিন মুকেশ, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডে, এভেলিন শর্মা, মহেশ মাঞ্জরেকর, ভেনেলা কিশোর প্রমুখ।
(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০২ ,২০১৯)