নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় বিয়ের আশ্বাস দিয়ে ডেকে নিয়ে এক গার্মেন্টস কর্মীকে (২১) গণধর্ষণের অভিযোগে কথিত প্রেমিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাত ১২টার দিকে রায়পুরা উপজেলার গৌরিপুরা তালুককান্দি গ্রামের সূর্যের মোড় এলাকার একটি গ্যারেজে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

নির্যাতিতা ওই নারী গোপালগঞ্জ জেলার বাসিন্দা ও গাজীপুরের একটি গার্মেন্টসের শ্রমিক।

গ্রেপ্তারকৃতরা হলো-নির্যাতিতার প্রেমিক, রায়পুরা উপজেলার বেগমাবাদ হুগলাকান্দি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে শিপন মিয়া (২০) ও তার সহযোগী একই উপজেলার ঘাগটিয়া আলগী এলাকার হুছন উদ্দিনের ছেলে শামীম মিয়া (১৯)। এ ঘটনায় অপর অভিযুক্ত একই উপজেলার বেগমাবাদ পল্টন এলাকার দুলাল মিয়ার ছেলে রুবেল মিয়া পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, স্বামী পরিত্যক্তা ও এক সন্তানের জননী গাজীপুরের ওই গার্মেন্টস কর্মীর সাথে দেড় বছর আগে রায়পুরার শিপন মিয়ার ফোনে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কের জেরে শিপন তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে রায়পুরায় আসার প্রস্তাব দেয়। রবিবার রাতে গাজীপুরের বোর্ড বাজার হতে রায়পুরায় আসেন ওই নারী। রায়পুরার নীলকুঠি বাসস্ট্যান্ডে নামার পর শিপন ও তার দুই সহযোগী শামীম এবং রুবেল ওই নারীকে রিসিভ করে।

পরে তারা একটি সিএনজিযোগে তালুককান্দি গ্রামের সূর্যের মোড় এলাকার একটি গ্যারেজে নিয়ে বসিয়ে রাখে। সেখানে বসানোর কারণ জানতে চাইলে তারা ওই নারীকে জানায় রাতের খাবার খাওয়ার পর বাসায় নিয়ে যাওয়া হবে। পরে তারা ওই নারীকে ভেতরে রেখে বাইরে থেকে গ্যারেজটি তালাবদ্ধ করে বেরিয়ে যায়। ৫/৭ মিনিট পর প্রেমিক শিপন পুণরায় ভেতরে ঢুকে একটি পাটি (মাদুর) পাতে। এ সময় ওই নারী কথা বলতে চাইলে তাকে থাপ্পড় মারে শিপন। পরে প্রেমিক শিপনসহ তার দুই বন্ধু পালাক্রমে ধর্ষণ করে।

এক পর্যায়ে ভিকটিম গ্যারেজ থেকে পালিয়ে আসেন। পরে গ্রামের পাহাড়ায় নিয়োজিত স্থানীয় লোকজনের মাধ্যমে রাতেই থানায় ঘটনা জানানো হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে।

রায়পুরা থানার পরিদর্শক (অপারেশন) মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় নির্যাতিতা ওই নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেছেন। নির্যাতিতা ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৩ ,২০১৯)